‘কৃষি জমির বিজ্ঞান সম্মত ব্যবহার’ এ প্রতিপাদ্যকে সামনে নড়াইলে ৪২তম জাতীয় বিজ্ঞান মেলা ও জাতীয় অলিম্পিয়ার্ড শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুুক্তি সপ্তাহ উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।
নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী মেলায় ২৭টি স্টলের মাধ্যমে ক্ষুদে বিজ্ঞানীরা বিজ্ঞানম্মত কৃষি চাষাবাদ সম্পর্কে তাদের ধারণা দেয় হয়। এছাড়া উপজেলা পর্যায়ে বিজয়ীরা বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা
সকালে মেলার উদ্বোধন করেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়ারুল ইসলাম। এসময় জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।