জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকা দিবস উপলক্ষে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আজ জেলায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নড়াইল পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এস এম মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু ও জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুম।
আলোচনাসভা শেষে ১৫ আগস্ট ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা কওে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদের মৃত্যুতে এক মিনিট নিরাবতা পালন করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান