নড়াইলে তারেক রহমানের ২ বছরের কারাদন্ডাদেশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ নড়াইলের বিচারক আমাতুল মোর্শেদা আজ এ আদেশ দেন।
এছাড়া, তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ কারাদন্ডাদেশ দেয়া হয়।
জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, করাদন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের অনুপস্থিতিতে আদালত এ আদেশ দেয়। তিনি বিদেশে পলাতক আছেন। গ্রেফতারের পর থেকে এ রায় কার্যকর হবে।
গত ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তারেক জিয়া ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে যুক্তরাজ্যে বিএনপির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর বক্তব্য রাখেন। এ ঘটনায় ২৪ ডিসেম্বর ২০১৪ সালে নড়াইলের কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাজাহান বিশ্বাস বাদি হয়ে মামলাটি দায়ের করেন।