নড়াইলে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১২

নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ৫ জন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পারমল্লীকপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম খায়ের মৃধা। নিহত খায়ের মৃধা হিমু গ্রুপের সমর্থক ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লীকপুর গ্রামের মৃধা গ্রুপের হিমু মেম্বার এবং ঠাকুর গ্রুপের দুলাল ঠাকুরের সমর্থকদের মাধ্যে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় এক জনকে কুপিয়ে হত্যা করা হয় এবং কমপক্ষে ১২ জন আহত হন।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, স্থানীয়দের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। তবে পুলিশের গুলিতে নয়, স্থানীয়দের গুলিতে ৫ জন আহত হয়েছেন।

আজকের বাজার/একেএ