সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গায় দু’দিনব্যাপী পাগল চাঁদ ঠাকুরের মেলা আজ সোমবার সকালে শুরু হয়েছে। মেলা চলবে আগামীকাল মঙ্গলবার রাত পর্যন্ত। শত বছরের ঐতিহ্যের ধারক এ মেলা প্রতিবছর বাংলা পৌষ মাসের শেষ দিন শুরু হয়ে চলে পরেরদিন রাত পর্যন্ত। মেলা শুরু উপলক্ষে সোমবার ভোরে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী অধিবাস অনুষ্ঠিত হয়।অধিবাসে সনাতন ধর্মালম্বী প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। আধ্যাত্মিক সাধক পাগল চাঁদ ঠাকুর ওরফে ল্যাংটা পাগলের স্মরণে অনুষ্ঠিত এ মেলায় দূরদূরান্ত থেকে ভক্তবৃন্দ ও পূর্ণাথীরা এসে থাকেন।
হিজলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও মেলা কমিটির সেক্রেটারি স্বপন কুমার রায় বলেন, কবে থেকে এ মেলার আবির্ভাব ঘটেছে সেটা সঠিকভাবে বলা দূরূহ ব্যাপার। তবে এলাকার বয়োবৃদ্ধ ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, শতবছর আগে থেকে এ মেলার সূচনা হয়। পরবর্তীতে এসে মেলার কলেবর বৃদ্ধি পেয়েছে।
মেলা কমিটির সভাপতি, হিজলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কিশোর কুমার বিশ্বাস জানান, প্রতি বছরের ন্যায় এবারও মেলায় নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটবে। মেলা উপলক্ষে গ্রামীণ কুটির শিল্পসহ বিভিন্ন পণ্যের কমপক্ষে ৫শ’ স্টল বসেছে। এ সব ষ্টলে বেচা-কেনার ভিড় শুরু হয়েছে।
মেলা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস।