জেলায় আজ করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এসব অর্থ ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: ফকরুল হাসান, সোনালী ব্যাংক লিমিটেড নড়াইল অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো: হারুনুর রশিদ, সোনালী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মো: মফিদুল ইসলাম, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শহিদুল ইসলাম, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মুক্তিকাম বিশ্বাস, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আশিষ কুমার দাস, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার প্রলয় চক্রবর্তীসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো: হারুনুর রশিদ বলেন, চলমান করোনা সংকট মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় সোনালী ব্যাংক লিমিটেড নড়াইল রিজিওনাল অফিসের পক্ষ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকার জেলা প্রশাসনের মাধ্যমে জেলায় করোনায় ক্ষতিগ্রস্তও অসহায় ব্যাক্তিদের মাঝে জন প্রতি ২০০০ টাকা করে মোট ৩২৫ জনের মধ্যে বিতরণ করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান