চলতি মওসুমে জেলার ৩ উপজেলায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ মওসুমে জেলার ৩ উপজেলায় ১৮ হাজার ৬৩৫ হেক্টর জমিতে ২ লাখ ৯৬ হাজার ৪৩ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার লোহাগড়া উপজেলায় সবচেয়ে বেশি জমিতে পাটের চাষ হয়েছে।এ উপজেলায় ১১হাজার ২শ’৬০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে।উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১লাখ ২৬হাজার ৬শ’৭৫ বেল পাট। এছাড়া নড়াইল সদর উপজেলায় ৪ হাজার ৭শ’২৫ হেক্টর জমিতে ৫৩ হাজার ১শ’৫৬ বেল পাট এবং কালিয়া উপজেলায় ২হাজার ৬শ’৫০ হেক্টর জমিতে ২৯ হাজার ৮শ’১২ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, বর্তমানে কৃষকরা পাট কেটে তা জাগ (পানিতে পাট পচানো) কাজে ব্যস্ত সময় পার করছেন। এ বছর প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পাট জাগে কোন ধরনের সমস্যা হচ্ছে না বলে জানান লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের কৃষক রফিকুল মন্ডল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ চিন্ময় রায় বলেন, কৃষি কর্মকর্তাদের নিয়মিত তদারকি এবং কৃষকদের আগ্রহে বিগত বছরগুলোর ন্যায় এ বছরও এ জেলায় পাটের আবাদ ভালো হয়েছে। গত কয়েক বছর পাটের দাম ভালো পাওয়ায় এ বছর কৃষকরা আগ্রহ সহকারে পাট চাষ করেছেন। তাছাড়া এ জেলার মাটি ও আবহাওয়া পাট চাষের জন্য সবচেয়ে উপযোগী। এ জেলার পাট খুলনা-যশোর অঞ্চলের বিভিন্ন পাটকলে সরবরাহ করা হয়ে থাকে। এছাড়া পাটকাঠি পানের বরজ, জ্বালানি কাজসহ গ্রামাঞ্চলের বাড়িঘরের বেড়া দেয়ার কাজে বলে ব্যবহার হয়ে থাকে বলে তিনি জানান।
আরজেড/