জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় নববর্ষকে বরণ করে নিতে প্রভাতী সঙ্গীত অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে লাঠিখেলা, হাড়িভাঙ্গা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা। বর্ষবরণ উদযাপন পর্ষদ, নড়াইলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গল শোযাত্রাটি সুলতান মঞ্চ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
অপরদিকে পৃথক কর্মসূচি জেলা শিল্পকলা একাডেমিতেও পালিত হয়। এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজেন অধ্যক্ষ প্রফেসর মোঃ রবউল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুলল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান