জেলায় আজ ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’- শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব অটিজম সচেনতা দিবস- ২০২২ পালন করা হচ্ছে।
দিবসটি পালন উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে আলোচনাসভা ও ক্রাচ বিতরন করা হয়।
জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ সুজাউদ্দিন প্রমূখ। সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে চারজন প্রতিবন্ধীর মাঝে ক্রাচ বিতরণ করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান