“সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার।
এসময় আরো বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রেমানন্দ মন্ডল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, ডাঃ অনিন্দিতা ঘোষ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান