চলমান মাদকবিরোধী অভিযানে নড়াইলে মাদক বিক্রেতা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ আগস্ট) সকাল থেকে মঙ্গলবার (৭ আগস্ট) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানে জিআর মামলায় ৩১ জন, সিআর মামলায় ১৭ জন, জিআর মামলায় সাজার আদেশপ্রাপ্ত তিনজন, নিয়মিত মামলায় পাঁচজন, মাদক মামলায় একজন এবং ৫৪ ধারায় ১২ জনকে গ্রেফতার করা হয়।
আজকের বাজার/একেএ