নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে মোটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সদর থানার সামনের সড়কে চলাচলকারীদের মাঝে পাঁচ শত হেলমেট বিতরণ করা হয়।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, পাঠাও এর কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
জানা গেছে, অ্যাপস ভিত্তিক বাইক রাইড শেয়ারিং পাঠাও এর পক্ষ থেকে ব্রান্ড এম্বাসেডার মাশরাফি বিন মর্তুজার অনুরোধে পাঁচশত হেলমেট বিতরণ করা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান