নড়াইলে লোহাগড়া-লাহুড়িয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই নামক স্থানে দুটি মালবাহী ট্রাক গর্তে আটকে গত দুদিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে চরম দুর্ভোগ পড়েছে সড়কের সাধারণ যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, এ সড়কে অধিকাংশ স্থানে বড় বড় গর্ত থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলছে। প্রায় সময় পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান ও নছিমনসহ যাত্রীবাহী নানা যানবাহন উল্টে যাত্রীরা আহতের পাশাপাশি মালামালের ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে বাতাসী বোর্ড অফিসের দক্ষিণ পাশে পাটবাহী একটি ট্রাক উল্টে এক পাট ব্যবসায়ীর প্রায় লক্ষাধিক টাকার পাট নষ্ট হয়ে গেছে।

ভোগান্তির শিকার যাত্রীরা বলেন, আমাদের প্রতিদিন মাকড়াইল-লাহুড়িয়া যেতে দুই বার গাড়ি পরিবর্তন করে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে হয়। এতে আমাদের সময় নষ্ট হচ্ছে এবং চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বাধাগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসী অভিযোগ করেন, বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রকার তদারকি লক্ষ্য করা যাচ্ছে না।