জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শিশু একাডেমিতে বুধবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওয়ালিউর রহমান, সহকারী কমিশনার(ভূমি) আজিম উদ্দিন, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মুমিন, নড়াইল সরকারি মহিলা কলেজের প্রভাষক নিলীমা খনমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রণ করেন।