জেলায় বর্ণাঢ্য আয়োজনে শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৬তম জন্মতিথি ও বার্ষিক উৎসব পালিত হয়েছে।
দিনটি পালন উপলক্ষে শুক্রবার রাত সাড়ে ৭টায় নড়াইলের রপগঞ্জস্থ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নড়াইল রামকৃষ্ণ মিশনের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।
শ্রী রামকৃষ্ণের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ, মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক রেখা রাণী সরকার,স্বামী আরাধনানন্দ। স্বাগত বক্তৃতা করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী আত্মবিভানন্দ।