নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহতের নাম শামীউল মোল্যা (১২)। শামীউল ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের অহিদুল মোল্যার ছেলে।
শুক্রবার (১ জুন) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, শামীউল মোল্যা গতকাল রাতে বাড়িতে সমবয়সীদের সাথে খেলা করার সময় খড়ের পালা থেকে তাকে সাপে কামড় দেয়। এঘটনায় রাতে তাকে নড়াইল হাসপাতালে ভর্তির পর ভ্যাসকিন না থাকায় খুলনায় নেয়ার পথেই সে মারা যায়।
আজকের বাজার/একেএ