“বঙ্গবন্ধুর সুদমুক্ত ক্ষুদ্রঋণ, ঘোচায় দৈন্য আনে সুদিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোনানয়নে করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় নড়াইল শহর সমাজ সবার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা আধদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, শহর সমাজসেবা অফিসার সুজা উদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমূখ। এসময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান