জেলায় স্ত্রী মর্জিনা ওরফে বিথীকে হত্যাদায়ে স্বামী ফুরকান উদ্দিন ওরফে শাকিল খান(৩৫)কে ফাঁসির আদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকাল ১০ টায় দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। মৃত্যুদন্ড প্রাপ্ত ব্যক্তি পিরোজপুর সদর উপজেলার তেজদাশকাঠি গ্রামের মৃত তোফোয়েল উদ্দিন খানের ছেলে।
মামলার বিবরণে জানাগেছে, নড়াইলের লক্ষিপাশা মিথুন হোটেলের কর্মচারী ফুরকান উদ্দিন ওরফে শাকিল খান এবং স্ত্রী মর্জিনা ওরফে বিথী ২০১৫ সালের ১১অক্টোবর একটি ভাড়া বাড়িতে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে সকালে বাড়ির মালিক খলিল শেখ মর্জিনার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। এ ঘটনায় নিহতের পিতা মজিবর রহমান বাদী হয়ে লোহাগড়া থানায় ১৩ অক্টোবর ২০১৫ সালে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে ১৭জন স্বাক্ষীর স্বাক্ষ সন্দেহতিতভাবে প্রমাণিত হওয়ায় আসামীর উপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান