জেলার কালিয়া উপজেলায় আজ নড়াইল-খুলনা সড়কের উথলি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মধুমতি ব্যাংক লিমিটেডের কালিয়া শাখার সিকিউরিটি গার্ড ইমামুল ফকির (৪৩) হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমামুল ফকির উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জামির ফকিরের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কালিয়া থেকে সিকিউরিটি গার্ড ইমামুল ফকির বাইসাইকেল যোগে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে শহরের উথলি পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে তিনি গুরুতর আহত হন। মূমুর্ষূ অবস্থায় ইমামুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত কওে জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রলিটি জব্দ করেছে।