নড়াইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-ভাদুলীভাঙ্গা এলাকার শ্যামলী বিশ্বাস (৭২) ও বাঁশভিটা এলাকার মাহমুদুল হাসান শাওন (১৬)।
শনিবার ২৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে জেলার নড়াইল-মুলিয়া সড়কের ভাদুলীডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী শাওন প্রথমে পথচারী শ্যামলী বিশ্বাসকে চাপা দেয়। পরে শাওনও মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়। শ্যামলী ভাদুলীডাঙ্গার বনমালী বিশ্বাসের স্ত্রী এবং দশম শ্রেণির ছাত্র শাওন বাঁশভিটা এলাকার সোহেল হোসেনের ছেলে।
পুলিশ দুজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে।
আজকের বাজার: আরআর/ ৩০ জুলাই ২০১৭