নড়াইলে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

জেলার লোহাগড়া উপজেলার এড়েন্দা বাসস্ট্যান্ডে মঙ্গলবার রাতে ইজিবাইকের ধাক্কায় এরশাদ শরীফ (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মৃত এরশাদ উপজেলার চাচই গ্রামের হারুন শরীফের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, এরশাদ তার শ্বশুরবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ইশানগাতি গ্রাম থেকে নিজবাড়ি জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে আসার জন্য বের হন।মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গাড়ির জন্য এড়েন্দা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকাকালে একটি যাত্রীবোঝাই ইজিবাইক পেছন থেকে সজোরে তাকে ধাক্কা দেয়। পাঁকা রাস্তার উপর পড়ে এরশাদ মাথা ও শরীরে আঘাত প্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনার পরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।পথিমধ্যে রাত ৯টার দিকে তার মৃত্য হয়।এরশাদ ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

আজকের বাজার/লুৎফর রহমান