নড়াইল-যশোর সড়কের গাবতলা এলাকায় আজ সকাল ৮টার দিকে প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেল চালক দশম শ্রেণীর ছাত্র স্বাধীন রায় নিহত হয়েছে।
মৃত স্বাধীন তুলারামপুর ইউনিয়নের বামনহাট গ্রামের অংশু রায়ের ছেলে। সে দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
নিহতের চাচা সুমঙ্গল রায় জানান, স্বাধীন সকালে ভাইফোটার মিষ্টি কেনার জন্য মোটর সাইকেল নিয়ে তুলারামপুর বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে তুলারপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি প্রাইভেট কার জোরে ধাক্কা দিলে সে রাস্তার ওপর ছিটকে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।