করোনা পরিস্থিতি নিয়ে খুলনা বিভাগের সব জেলার সাথে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে নড়াইলের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার সাথেও কথা বলেন শেখ হাসিনা। এ সময় জেলা প্রশাসক জেলার ত্রানসহ করোনা প্রতিরোধে নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন। সংসদ সদস্য মাশরাফি নড়াইল সদর হাসপাতালে আইসিইউ ইউনিটের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন।
ভিডিও কনফারেন্সে আরও অংশ নেন জেলা প্রশাসক আনজুমান আরার সাথে কথা বলে জেলার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, পুলিশ সুপার মো. জসিমউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ড.সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সিভিল সার্জন ডা. এম এ মোমিন,সদর হাসপাতালের তত্ত্বাবধায়ন ডা.আব্দুস সাকুর প্রমূখ। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান