নড়াইলে ১৫০০ অসহায় পরিবারে স্বেচ্ছাসেবক লীগ নেতার শুভেচ্ছা উপহার

জেলা সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের ১ হাজার ৫’শ অসহায় পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মুশফিকুর রহমান।
‘আর্তমানবতার সেবায় বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার’ লেখা ১ হাজার ৫’শ প্যাকেটে চাল, ডাল, আলু, লবণ, তেলসহ অন্যান্য জিনিসপত্র ছিলো।
আজ সকালে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া জেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের পিপিই প্রদান করেন তিনি।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মুশফিকুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে যে যার অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের দেশের এ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অসহায়-কর্মহীনদের পাশে থাকার আহ্বান জানান তিনি।