জেলায় এ বছর ৬০১টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।আর মাত্র দু’সপ্তাহ বাকি এ মহোৎসবের। দুর্গা দেবীর আগমনকে ঘিরে প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নড়াইল জেলা শহরসহ ৩ উপজেলার প্রতিমা কারিগররা। দিন-রাত পরিশ্রম করে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন একেকটি অসাধারণ মনোমুগ্ধকর অনিন্দ্য সুন্দর দুর্গা দেবীর প্রতিমা। বর্তমান সময়ে কারিগররা দেবী দুর্গাসহ প্রতিমাগুলোকে অনিন্দ্য সুন্দর রূপ দিতে ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন।
জেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, আগামি ২২ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হয়ে ২৬ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে দুর্গাপূজা শেষ হবে।বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর সামাজিক দূরত্ব বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু।এবার পূজোয় স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই ভক্তদের মুখে মাস্ক পরতে হবে। সামজিক দূরত্ব বজায় রেখে প্রতিমা দর্শন করতে হবে।সরকারি নিয়ম মেনে পূজা অনুষ্ঠিত করতে হবে বলে তিনি জানান।
পূজা উদযাপন কমিটি সূত্রে আরো জানা যায়,এ বছর সবচেয়ে বেশি নড়াইল সদর উপজেলায় ২৪৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।এছাড়া লোহাগড়া উপজেলায় ১৫১টি মন্ডপে এবং কালিয়া উপজেলায় ১৫১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক আনজুমান আরা জানান, এ বছর দুর্গাপূজায় নড়াইল সদর উপজেলায় ১শ’৩৩ মেট্রিক টন, লোহাগড়া উপজেলায় ৮৫ মেট্রিক টন এবং কালিয়া উপজেলায় ৮২.৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আসন্ন দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি মন্ডপে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য নিয়োজিত থাকবে।এছাড়া আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণভাবে টহলও দিবে।