চলতি মওসুমে নড়াইলের ৩উপজেলায় ৯হাজার ৩শ’২৫ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে।লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ হেক্টর বেশি জমিতে আউশ ধান চাষ হয়েছে।এবার বোরো ধানের দাম ভালো পাওয়ায় এবং মওসুম শুরু থেকে ঘন ঘন বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা আউশ ধান চাষে ঝুঁকেছেন বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।এ মওসুমে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানালেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,চলতি মওসুমে জেলার ৩উপজেলায় আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯ হাজার ৩শ’ হেক্টর জমিতে।আবাদ হয়েছে ৯ হাজার ৩শ’ ২৫ হেক্টর জমিতে। এ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ হেক্টর বেশি জমিতে আউশ ধান চাষ হয়েছে।উপজেলাওয়ারী -সদর উপজেলায় ৪হাজার ১শ’৭০হেক্টরে, লোহাগড়া উপজেলায় ১হাজার ৯শ’৫০ হেক্টরে, এবং কালিয়া উপজেলায় ৩হাজার ১শ’ ৮০ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ অনুজ কুমার বিশ্বাস বলেন, অন্য ধান আবাদের চেয়ে আউশ ধান উৎপাদনে খরচ কম এবং চলতি বছর বোরো ধানের দাম ভালো পাওয়ায় এ জেলায় আউশ ধানের আবাদ বৃদ্ধি পেয়েছে।