নড়াইল ও কালিয়া পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নড়াইল পৌর সভায় আওয়ামীলীগের আঞ্জুমান আরা, বিএনপির জুলফিকার আলী ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মাওলানা খায়ুরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ৩৯ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় ভোটার রয়েছে ৩৪ হাজার ৩১৩ জন।
অপরদিকে কালিয়া পৌরসভায় আওয়ামীলীগের ওয়াহিদুজ্জামান হিরা ও বিএনপির স.ম. ওয়াহিদুজ্জামান মিলু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার রয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান