ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস (৬০) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতলে তিনি মৃত্যু বরণ করেন। মেয়রের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হোসেন ইকবাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৮ নভেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবং তার রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসায় উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিক্যাপ্টার যোগে নড়াইল থেকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুতে শোক জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।