শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী হাছান আলী রাড়ী ইন্তেকাল (ইন্নানিল্লাহি…রাজিউন।) করেছেন। তিনি নড়িয়া পৌরসভার নিজ বাসভবনে আজ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ৮ সন্তান এবং বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। আজ বাদ জোহর নড়িয়ার মুলফতগঞ্জ মাদ্রাসায় হাছান আলী রাড়ীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
হাজী হাছান আলী রাড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। এক শোকবার্তায় তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুদীর্ঘকাল তিনি মানুষের সেবা করে গেছেন। তাঁর মৃত্যুতে শরীয়তপুর আওয়ামী লীগ এক শক্তিশালী ও বিশ্বস্থ কর্মীকে হারিয়েছে।
উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। হাছান আলী রাড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নড়িয়ার সাবেক এমপি শহীদ এএফএম নুরুল হক হাওলাদারের কন্যা ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জোবায়দা হক অজন্তা। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান