নয়াদিল্লি যাচ্ছেন এরশাদ

পাঁচ দিনের সফরে আগামীকাল বুধবার নয়াদিল্লি যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরশাদের এই সফরে তার সঙ্গে থাকবেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এবং প্রেসিডিয়াম সদস্য (অব.) মেজর মো. খালেদ আখতার।

সফরকালে এরশাদ এবং তার সফর সঙ্গীরা আজমীর শরীফে হজরত খাজা মইনুদ্দীন চিশতী (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করবেন।

সফর শেষে আগামী ২৩ জুলাই বিকেল ৪টা ২০ মিনিটে এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ফেরার কথা রয়েছে তার।

আজকের বাজার: আরআর/ ১৮ জুলাই ২০১৭