নয়াপল্টনে বিএনপির ঝটিকা মিছিল

দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করছেনে দলটির নেতাকর্মীরা। ঝটিকা মিছিলটির নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মিছিলটি বের করা হয়। মিছিলটি নয়াপল্টন বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে আবার বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়। প্রায় ৩ মাস ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভী অবস্থান করছেন। এখান থেকেই তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে ৬৫টির বেশি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। সেদিন বিকাল থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

আজকের বাজার/ এমএইচ