রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিকালে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ কর্মীরা স্লোগান দিতে দিতে বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিএনপির কর্মীরাও তাদের কার্যালয় থেকে পাল্টা স্লোগান দেন। এর জেরে তাদের মাঝে সংঘর্ষ এবং ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকাল ৮টা থেকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় এবং কোনো বিরতি ছাড়া বিকাল ৪টা পর্যন্ত চলে। এ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিএনপি দাবি করেছে যে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান