দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ওই দিন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ আগস্ট) দুপুরে ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিঞা এ অনুমতি দেন।
ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার দুপুরে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে পুলিশের পক্ষ থেকে জনসভা করার অনুমতির বিষয়টি জানানো হয়।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর শনিবার বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি।
এ্যানী বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের অনুরোধ করেছে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে। পরে আমরা দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।
আজকের বাজার/এমএইচ