ভারতের পুঁজিবাজারে প্রধান প্রধান সূচক যেন থামছেই না। সেনসেক্স, এনএসই সূচক দিনকে দিন বেড়ে চলছে। ১০ জুলাই সোমবার বাজার নতুন উচ্চতায় পদার্পণ করেছে। এদিন সেনসেক্স সূচক একপর্যায়ে ৩১ হাজার ৭৬৮ ও নিফটি সূচক ৯ হাজার ৭৭২ পয়েন্টে লেনদেন করে।
ইকোনমিক টাইমসের খবরে বলা হচ্ছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ – এনএসইতে এ দিন ৩ ঘণ্টা যান্ত্রিক ত্রুটি থাকার পরও বাজারে এই উল্লম্ফন প্রভাব দেখা যায়।
গত ১ জুলাই নতুন ভ্যাট ব্যবস্থা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স- জিএসটি চালু এবং মৌসুমী বৃষ্টিতে সম্ভাবনার পর সার্বিক বাজারে ইতিবাচক সাড়া পড়ে।
বোম্বে স্টক এক্সচেঞ্জ –বিএসইতে আজ সেনসেক্স ৩৮১ পয়েন্ট বা ১.২২ শতাংশ বেড়ে ৩১ হাজার ৭১৫ পয়েন্টে লেনদেন শেষ করে। অন্যদিকে নিফটি সূচক বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট।
বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারের এই উর্ধ্বগতি প্রবণতা অব্যাহত থাকবে। এ বছরের আমাদের লক্ষ্যমাত্রা সেনসেক্স ৩২ হাজার পয়েন্ট অতিক্রম করবে।
সুদীপ বন্দ্যোপাধ্যায় নামে এক বিশ্লেষক জানান নিফটি সূচকও দেওয়ালি পূজার আগে ১০ হাজার পয়েন্ট অতিক্রম করবে বলে আশা করছি।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১০ জুলাই ২০১৭