নয় বছর পর প্রমাণ হলো তিনি বিবাহিতা!

পাকিস্তানি অভিনেত্রী ইরতিজা রুবার মীরার বৈবাহিক অবস্থা প্রমাণ করতে দেশটিরআদালত সময় নিয়েছে মাত্র ৯ বছর! ৯ বছর বর প্রমাণ হলো এই অভিনেত্রী বিবাহিতা!

লাহোর শহরের ব্যবসায়ী আতিকুর রহমানের করা একটির মামলার রায়ে বিষয়টি প্রমাণ হয়।

জানা যায়, ৯ বছর আগে ব্যবসায়ী আতিকুর রহমান পাকিস্তানের অভিনেত্রী ইরতিজা রুবার মীরাকে নিজের বিবাহিত স্ত্রী বলে দাবি করলে মীরা তা অস্বীকার করে। বিষয়টি প্রমাণের জন্য মামলা করেন আতিকুর।

অবশেষে লাহোর আদালত রায় দিয়েছেন আতিকুর রহমানের সঙ্গেই মীরার বিয়ে হয়েছিল এবং আতিকুর রহমান তার ও মীরার যে নিকাহনামা দেখিয়েছেন তা বৈধ। মীরা তার বিরুদ্ধে নিকাহনামা জালিয়াতির যে অভিযোগ এনেছিলেন তাও খারিজ করে দেন আদালত।

এর আগে দেশটির ক্যাপটেন নাভিদের সঙ্গে একটি ‘বিতর্কিত ভিডিও ক্লিপ’ প্রকাশ পায়। পরে তা নিয়ে সমালোচনা তৈরি হলে মীরা নাীবদের স্গে তার বিবাহের কথা বলে। এরপরই মামলা করেন আতিকুর।

রাসেল/