বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়া আনসু ফাতি নয় মাসের দীর্ঘ ইনজুরি কাটিয়ে মঙ্গলবার অনুশীলনে ফিরেছেন। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে ১৮ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড দলের মূল ট্রেনিং সেশনের একটি সেকশনে যোগ দিয়েছেন। এদিকে স্প্যানিশ দৈনিক মার্কা দাবী জানিয়েছে সেভিয়ার বিপক্ষে আগামী ১১ সেপ্টেম্বরের ম্যাচে ফাতিকে দলে দেখা যেতে পারে।
গত মৌসুমে লা লিগায় চারটি গোল করেছিলেন ফাতি। ২০২০ সালের নভেম্বরে রিয়াল বেটিসের বিপক্ষে ৫-২ গোলের জয়ের ম্যাচটিতে তিনি বাম হাঁটুর মেনিসকাসের গুরুতর ইনজুরিতে পড়েন। ঐ সময় তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয় এবং তিনি পাঁচদিন হাসপাতালে ছিলেন। ক্লাবের পক্ষ থেকে প্রাথমিক ভাবে জানানো হয়েছিল চার মাসের জন্য ফাতি মাঠের বাইরে চলে গেছেন। কিন্তু প্রত্যাশামত সুস্থ হয়ে না ওঠায় জুনে আবারো তার হাঁটুতে অস্ত্রোপচারের প্রয়োজন হয়
২০১৯ সালের আগস্টে ওসাসুনার বিপক্ষে গোল করার মাধ্যমে লা লিগায় বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার কৃতিত্ব দেখান ফাতি। এক বছর পর ২০২০ সালের সেপ্টেম্বরে ইউক্রেনের বিপক্ষে উয়েফা নেশন্স লিগে ৪-০ গোলের জয়ের ম্যাচটিতে গোল করে স্পেনের হয়েও সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েন।
গত বছর দীর্ঘ সময় ফাতি অনুপস্থিতি দারুনভাবে অনুভব করেছে বার্সা। লা লিগায় তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করা বার্সা অবশেষে ফাতির ফিরে আসায় স্বস্তি জানিয়েছে। বিশেষ করে লিওনেল মেসি পিএসজিতে চলে যাবার পর এই মুহূর্তে আক্রমনভাগে ফাতির মত একজন খেলোয়াড়ের প্রয়োজন অনুভব করছিল বার্সা। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান