পকেটে স্যামসাং ফোন বিস্ফোরণ

এবার পকেটে স্যামসাং ফোন বিস্ফোরিত হলো। বিস্ফোরিত ওই ফোনের মডেল স্যামসাং গ্রান্ড ডুওস।

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়াতে। যেখানকার একজন স্যামসাং ফোন ব্যবহারকারীর পকেটে রাখা ফোনটি হঠাৎ বিস্ফোরিত হয়ে পুড়ে যায়। এতে ওই ব্যক্তি আতঙ্কিত হয়ে পড়েন। আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। তার গায়ের শার্টটি খুলে তাকে বাঁচান।

সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, যদিও স্যামসাংয়ের ফোনে তৃতীয় পক্ষের তৈরি ব্যাটারি ব্যবহার করা হয়। কিন্তু ফোন বিস্ফোরণের দায় তাদেরই উপর বর্তায়। যদিও এই বিস্ফোরণের জন্য ওই ব্যক্তিকেই দায়ী করা হয়েছে। কেননা, উনি স্যামসাংয়ের ফোনের সঙ্গে দেয়া ব্যাটারি ব্যবহার না করে অন্য ব্যাটারি ব্যবহার করেছিলেন।

ফোন বিস্ফোরণের এই ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। ভিডিওটি ৩ অক্টোবর ইউটিউবে প্রকাশ হয়েছে।

https://www.youtube.com/watch?v=J4QLJiv-Eo4

আজকের বাজার:এলকে/এলকে ৯ অক্টোবর ২০১৭