প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অংশ নিতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে পৌঁছেছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল। এর আগে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য টাইগাররা অবস্থান করছিল বেনোনিতে।
আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটির ভেন্যু পচেফস্ট্রমের সেনওয়েস পার্ক স্টেডিয়াম।
রোববার স্থানীয় সময় বিকেল তিনটায় পচেফস্ট্রমের উদ্দেশ্যে বেনোনি ছাড়েন ক্রিকেটাররা। দুই ঘণ্টা পর বিকেল পাঁচটায় পচেফস্ট্রমে পৌঁছান তারা। এ ব্যাপারে নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু।
প্রায় দেড় মাস-ব্যাপী দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিক জাতীয় দলের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ অক্টোবর, যা অনুষ্ঠিত হবে ব্লয়েমফন্টেইনের মঙ্গাউন ওভালে।
টেস্ট সিরিজ শেষে চারদিন বিরতির পর ১৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে। ১৫ অক্টোবর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে নর্দার্ন ক্যাপের কিম্বারলির ডায়মন্ড ওভাল স্টেডিয়ামে। ১৮ অক্টোবর দ্বিতীয় ওয়ানডের ভেন্যু পার্লের বোল্যান্ড পার্ক। ২২ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ইস্ট লন্ডনের বুফালো পার্ক স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। ২৬ অক্টোবর ব্লয়েমফন্টেইনের মঙ্গাউন ওভালে অনুষ্ঠিত হবে প্রথম টি-২০ ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ খেলতে টাইগাররা আবার পাড়ি জমাবে পচেফস্ট্রমে, যে ম্যাচটি অনুষ্ঠিত হবে অক্টোবরের ২৯ তারিখ।
উল্লেখ্য, বেনোনিতে অবস্থানকালে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র করে বাংলাদেশ।
আজকের বাজার: সালি / ২৫ সেপ্টেম্বর ২০১৭