দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার ০৩ জুলাই সূচকের পজিটিভ ধারায় লেনদেন চলছে। এদিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৩ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ১১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৬১৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
আজকের বাজার: আরআর/ ০৩ জুলাই ২০১৭