পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে অজ্ঞাতনামা এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুলাই) সকালে বোদা-দেবীগঞ্জ সড়কে ইউনিয়নের কৈইকিল্লা দীঘির উত্তর পার্শ্বের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বোদা-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ে সড়কের সাকোয়া ইউনিয়নের কৈইকিল্লা দীঘির উত্তর পার্শ্বের জঙ্গলে এক অজ্ঞাননামা নারীর মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দারা বোদা থানায় খবর দেয়।
বোদা থানা অফিসার ইনচার্জ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাননামা ওই নারীর পঁচে যাওয়া মরদেহটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে মরদেহটির আশপাশে তদন্ত করে কোন কিছুর সন্ধান পায়নি।
তবে অজ্ঞাত মহিলার মরদেহ পাওয়া সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুখ জনতা মরদেহটি এক নজর দেখার জন্য ঘটনাস্থলে ভিড় জমায়।
বোদা থানার অফিসার ইনচার্জ এ. কে. এম. নুরুল ইসলাম জানান, অজ্ঞাতনামা এক মহিলার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে প্রেরণ করা হয়েছে। এক সপ্তাহ আগে কে বা কারা ওই নারীকে মেরে ওখানে ফেলে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
অজ্ঞাত মরদেহটির পরিচয় বের করার জন্য পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।
আজকের বাজার/একেএ