জেলার তেঁতুলিয়া উপজেলার সুরিগছ গ্রামে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মো. মমতাজ (৭০) নামে করোনায় আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবু সিনহা মো. মুশফিকুর রহমান জানান, মমতাজ গত ১৫দিন যাবৎ জ্বর, শ্বাসকষ্ট ও পেটের ব্যাথায় ভুগতেছিলেন। গত ২৯ জুলাই তার নমুনা সংগ্রহ করা হয়। শনিবার রাতে তার করোনা পজিটিভ ফলাফল আসে।
তেতুঁলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে বিশেষ সতর্ককতার সাথে ওই বৃদ্ধের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে এবয় তারা যেন বাড়ির বাইরে বের না হয় সেজন্য বাড়ি লকডাউন করা হয়েছে বলেও জানান তিনি। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় এ পর্যন্ত করোনা সাত জনের মৃত্যু হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান