পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় দুটি ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাসুদ হাসান (২০) নামে এক ট্রলি শ্রমিক নিহত হয়েছেন। মাসুদ জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের এনায়েতপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় মাটি ভরাটের কাজ করছে কয়েকটি ট্রাক্টর ট্রলি। মঙ্গলবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় একটি মাটিবোঝাই ট্রাক্টর ও বিপরীত দিক থেকে আসা আরেকটি খালি ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাক্টর উল্টে চাপা পড়ে ট্রলি শ্রমিক মাসুদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজকের বাজার/এমএইচ