পঞ্চগড়ের বোদা উপজেলার ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বোদা-দেবীগঞ্জ মহাসড়কের বোদা বাইপাস এলাকায় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
নিহত রাজকুমার (৩৫) পঞ্চগড় জেলা শহরের চাঁনপাড়া এলাকার দেবারুর ছেলে। গুরুতর আহত হয়েছেন অপর আরোহী সুকুমার ওরফে মহব্বত (৩৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, কাঠ ব্যবসায়ী রাজকুমার ও সুকুমার মোটরসাইকেল যোগে বোদা উপজেলার মাড়েয়া থেকে পঞ্চগড়ে যাচ্ছিলেন। পথে বোদা বাইপাস এলাকায় মহাসড়কে পৌঁছালে পেছন থেকে দেবীগঞ্জ থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজকুমার নিহত হন। খবর পেয়ে বোদা ফায়ার সার্র্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।