পঞ্চগড় সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন সংলগ্ন টেংগনমারী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) জামাল হোসেন জানান, পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনে পৌঁছার আগে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় টেংগনমারী এলাকায় রেললাইনের ওপর অবস্থান করা ওই ব্যক্তির মাথা ও পা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ওসি জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা কেউ তাকে চিনছেন না। জিআরপি পুলিশ এলে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।