বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
পঞ্চগড়ে নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ
প্রকাশিত - জুন ৪, ২০১৮ ৫:১০ পিএম
পঞ্চগড় সদর উপজেলায় নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৪জুন) পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন জেলার ৩৩ জন নারীকে স্বাবলম্বী করতে ৩৩টি ছাগল বিতরণ করা হয়।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এহেতেশাম রেজা, হাড়িভাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈয়েদ নুরে আলম, ফেডারেশনের চেয়ারম্যান মো. সোলায়মান আলী প্রমুখ উপস্থিত থেকে এসব ছাগল উপকারভোগীদের মধ্যে বিতরণ করেন।
হাড়িভাসা ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন সূত্রে জানা যায়, এ ইউনিয়নের ৫শতাধিক কিশোরী, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, দরিদ্র নারী ও পুরুষের মাঝে এককালীন প্রায় ১৮ লাখ টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।
আজকের বাজার/এসএম
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.