নিখোঁজের ৯ দিন পর পঞ্চগড়ের বোদা উপজেলায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত উজ্জল চন্দ্র বর্মন (১৭) উপজেলার পাঁচপীর ইউনিয়নের বংশীধর গ্রামের হরিপদ চন্দ্র বর্মনের ছেলে।
মঙ্গলবার জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকার একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ১৩ সেপ্টেম্বর উজ্জল ১০ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার মীরগঞ্জ বাজারের পাশের বাঁশঝাড়ে ওই কিশোরের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বোদা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) আবু সায়েম মিয়া জানান, উদ্ধার হওয়া ওই কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রতিবেদন পেলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তার পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।