পঞ্চগড়ে উঁচু ও বালিযুক্ত জমিতে এবার বাদামের ব্যাপক চাষ হয়েছে। সেই সাথে কৃষক এবং কৃষি বিভাগ বাদামের বাম্পার ফলনের আশা করছে।
গত বছর এ জেলায় কৃষকরা বাদাম চাষে আর্থিকভাবে লাভবান হয়েছেন। কৃষক ও কৃষি বিভাগ জানিয়েছে,বাদাম চাষে খরচ কম অন্য ফসলের চেয়ে। যার কারণে এ জেলায় বাদাম চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।
কৃষকেরা মূলত তাদের পরিত্যাক্ত জমিতে বাদাম চাষ করে থাকেন। তবে ভাল ফলন ও দাম পাওয়ায় কৃষকেরা অন্য জমিতেও এর চাষ শুরু করেছেন। এছাড়া বাদামের গাছ জমিতে পচে জমির উর্বরা শক্তি বাড়ে। এতে অন্যান্য ফসলের উৎপাদন ভাল হয়। এ বিষয়টাও কুষকরা মাথায় এনে বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন।
কৃষি বিভাগ সূত্র জানায়, এবার ৫ হাজার হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫০০০০ টন। আবহাওয়া অনুকূল থাকলে বাদামের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ আশা পোষণ করছেন। কৃষকরাও সেই প্রত্যাশা নিয়ে বাদাম ফসলের পরিচর্যা করে যাচ্ছেন।
রাসেল/