পঞ্চগড় ১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুল বাগানের দেয়াল ভেঙে সোমবার দুপুরে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত নীলা আক্তার (৮) সদর উপজেলার ইসলামপুর এলাকার আনোয়ার হোসেন লিটনের মেয়ে ও ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীলা কয়েকজন সহপাঠীসহ বিদ্যালয়ের সামনের ফুল বাগানের দেয়ালের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দেয়ালটি তার ওপর ভেঙে পড়লে সে গুরুতর আহত হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সদর হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসক ডা. শাহরিয়ার কবির শিমুল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।
খবর পেয়ে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন হাসপাতালে যান।
সাবিনা ইয়াসমিন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। ‘কোনো অবহেলা থাকলে প্রতিবেদনের পর ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
আজকের বাজার/লুৎফর রহমান