পঞ্চপান্ডবে আস্থা বিসিবি প্রধানের

আসছে বছরের শুরু থেকে আবারও মাঠে ফিরছে জাতীয় দলের ক্রিকেটাররা। শুরুতে ত্রিদেশীয় সিরিজ এরপর শ্রীলঙ্কানদের বিপক্ষে সমান দুই টেস্ট ও দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। আসন্ন এ সিরিজ দুটিকে সামনে রেখে খুব শীঘ্রই প্রাথমিক দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার সিরিজ দুটির দল কেমন হতে পারে এ নিয়ে ধারণা দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

ত্রিদেশীয় সিরিজ ও লঙ্কানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর মধ্যে খুব বেশি সময় ব্যবধান নেই বলে দুই সিরিজের ক্যাম্পিংয়ের জন্যই প্রাথমিক দল ঘোষণা করা হবে এক সাথে। আসন্ন সিরিজের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আনার সুযোগ দেখছেন না বিসিবি সভাপতি।

দলের কিছু সদস্য নির্ধারিত হয়ে গেছেন বলে বিশ্বাস নাজমুল হাসানের। তার মতে কিছু ক্রিকেটারের জায়গা নির্দিষ্ট। বিসিবি প্রধানের চোখে যারা দলের নির্ধারিত সদস্য হয়ে গেছেন তাদের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘দলে বড় কোনো পরিবর্তন করার সুযোগ নাই। কিছু খেলোয়াড় তো ফিক্সড। আপনি দেখেন, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ-এদেরকে বাদ দেয়া যাবে না। বাদ দেয়ার কারণও আমি খুঁজে পাই না।’

বাংলাদেশ ক্রিকেটের স্তম্ভদের প্রশংসার পর নাজমুল হাসান বোলারদের ক্ষেত্রেও একই যুক্তি দেখান। বোলিংয়েও পরিবর্তন আনার খুব বেশি সুযোগ নেই এবং নতুন কোনো ক্রিকেটারের জায়গা পাওয়া কঠিন উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনি বোলিংয়েও খুব বেশি পরিবর্তন আনতে পারবেন না। যদি ওয়ানডে হয়, মাশরাফিকে বাদ দেয়ার প্রশ্নই উঠে না। একটা দুইটা পেসার নিলে, মুস্তাফিজ তো খেলবেই। তার সঙ্গে কে খেলবে তাসকিন, রুবেল বা অন্য কেউ; এখানে কিন্তু সুযোগ কম। নতুন কারো জন্য জায়গা পাওয়া কঠিন। স্পিনারদের মধ্যে মিরাজ, তাইজুল আছে। হয়তো আর একটা নাম ঢুকবে।’

তবে দলে যে নতুন মুখ একেবারেই দেখা যাবে না তা মানতেও নারাজ তিনি। মোহাম্মদ সাইফউদ্দিনের নাম টেনে তার প্রশংসা করে তিনি আরও জানান, ‘তবে আমরা মনে করি নতুন একটা দুইটা ছেলে সুযোগ পেতে পারে। যেমন সাইফউদ্দিন কিন্তু ঢুকেছে। আরো কয়েকটা ছেলে আছে। এখান থেকে এদেরকে কোথায় কোথায় ফিট করা যায়, তা চিন্তা করছি।
আজকের বাজার: সালি/ ২১ ডিসেম্বর ২০১৭