রেকর্ড ভঙ্গ করে পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার দেশটির সংবাদমাধ্যম টিভি চ্যানেল-১২ এ তথ্য জানিয়েছে।
টেলিভিশন চ্যানেলটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৯৬ শতাংশ ভোট গণনা করা হয়েছে। নেতানিয়াহু ডানপন্থি দল লিকুদ পার্টি পার্লামেন্ট নেসেটের ৩৭টি আসন পেয়েছে। নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী প্রাক্তন জেনারেল বেনি গানৎজের নেতৃত্বাধীন মধ্যপন্থি ব্লু অ্যান্ড হোয়াইট পেয়েছে ৩৬টি আসন।
নির্বাচনে অবশ্য কোনো দলই ১২০ আসনের নেসেটে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে জোট সরকার গঠনের জন্য শক্ত অবস্থানে পৌঁছেছেন নেতানিয়াহু।
মঙ্গলবার ইসরায়েলের পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত থেকেই ফল প্রকাশ শুরু হয়। রাতে জয়ের ইঙ্গিত পাওয়ার পর লিকুদ পার্টির সদর দপ্তরে উল্লসিত সমর্থকদের উদ্দেশে নেতানিয়াহু বলেছেন, ‘এটা বিশাল জয়ের রাত।’
আজকের বাজার/এমএইচ